কৌশিক মুখার্জী:-নির্ভীক বাংলা,সালানপুর: ১২ই জানুয়ারি,স্বামী বিবেকানন্দ জন্ম বার্ষিকী উপলক্ষে সালানপুর ব্লক যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং সালানপুর পঞ্চায়েত সমিতি ও আছড়া গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় পালন করা হল বিবেক চেতনা উৎসব।
মঙ্গলবার আছড়া পঞ্চায়েতের অন্তর্গত আছড়া যজ্ঞেসর ইনস্টিটিউট থেকে একটি প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।এই প্রভাত ফেরিটি আছড়া গ্রাম পরিক্রমা করে,এই প্রভাত ফেরিতে পাঁয়ে পা মেলায় আছড়া বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সহ আইসিডিএস কর্মী,আশা কর্মী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন।
প্রভাতফেরি শেষে মূল মঞ্চে এসে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সালানপুর ব্লক বিডিও অদিতি বসু ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান। মাল্যদান পর্ব শেষে সকল বিশিষ্ট জনদের অভ্যর্থনা জানিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা হয় যেমন নৃত্য ও সঙ্গীত আবৃত্তি প্রতিযোগিতা।সকল প্রতিযোগি দের পুরস্কার তুলে দেওয়া হয়।এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি সহ উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিদুৎ মিশ্র,আছড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান হরেরাম তেওয়ারী,পঞ্চায়েত সমিতির সদস্য পম্পা ঘোষ, যুবকল্যান দফতরের আধিকারিক পার্থ প্রতিম পাল,আছড়া স্কুলের প্রধান শিক্ষক নিখিল দত্ত ,বিকাশ মহাতা ,সমাজ সেবী গৌরাঙ্গ তেওয়ারী,উজ্জ্বল মন্ডল,উদয় ঘোষ সহ আরো অনেকে ।
আছড়া যজ্ঞেসর ইনস্টিটিউটে পালন করা হল বিবেক চেতনা উৎসব

Share on whatsapp
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on email