।
সংবাদদাতা, অন্ডাল : রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা ইচ্ছাকৃতভাবে আটকাইনি কেন্দ্র । কাজের পদ্ধতি নিয়ে অভিযোগ রয়েছে । তদন্ত চলছে, তাই আটকে আছে বকেয়া টাকা, শুক্রবার বিকেলে অন্ডাল বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বললেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী কপিল মোড়েশ্বর পাতিল । এদিন বিকেলে দু’দিনের সফরে রাজ্যে আসেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী কপিল মোড়েশ্বর পাটিল । বিকেল ৪:১০ নাগাদ দিল্লি থেকে অন্ডাল বিমানবন্দরে নামেন তিনি । বিমানবন্দরের বাইরে মুখোমুখি হন সাংবাদিকদের । বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন ২০২৪ সালের ফের কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার শপথ নেবে । রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট সম্পর্কে কপিলবাবু বলেন পঞ্চায়েত ভোট হয় স্থানীয় ইস্যুতে । পশ্চিম বাংলাতেও পঞ্চায়েত ভোট হবে সেই নিয়মে । রাজ্যে ভোটে হিংসার প্রশ্নের উত্তরে পঞ্চায়েত মন্ত্রী বলেন ভোটের প্রতিদ্বন্দ্বিতা করা ও ভোট দেওয়া প্রতিটি নাগরিকের সাংবাধানিক অধিকার রয়েছে । কেউ সেই অধিকার হরণ করার চেষ্টা করলে জনগণের উচিত ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ গড়ে তোলা । এক’শ দিনের প্রকল্পে কেন্দ্র রাজ্যকে তার প্রাপ্য বকেয়া টাকা দিচ্ছে না বলে সম্প্রতি অভিযোগে সরব হয়েছে রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেস । এই প্রসঙ্গে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী সাফ জানান কেন্দ্র ইচ্ছাকৃতভাবে টাকা আটকে রাখেনি, এটা কেন্দ্রীয় সরকারের নীতি নয় । রাজ্যে এই প্রকল্পে নিয়ম মেনে কাজ হয়নি বলে অভিযোগ রয়েছে, অভিযোগের তদন্ত চলছে । নিয়ম মেনে কাজ করলে এই পরিস্থিতি তৈরি হতো না বলে জানান তিনি । বিজেপি দল সূত্রে জানা গেছে পঞ্চায়েত মন্ত্রীর দু’দিনের রাজ্য সফরে রয়েছে একাধিক সরকারি ও দলীয় কর্মসূচি । সেসব কর্মসূচিতে যোগ দিতেই মন্ত্রীর এই সফর বলে সূত্রের খবর । রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রীর এই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের ।