সার্থক কুমার দে, অন্ডাল : মঙ্গলবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বজুড়ে পালন করা হচ্ছে যোগা দিবস । এদিন ইসিএলের বাকোলা এরিয়ার উদ্যোগে ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরাম ও আর্ট অফ লিভিং এর সহযোগিতায় বিশ্ব যোগা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজন করা হয় । যোগা মহাউৎসব নামে অনুষ্ঠানটি হয় স্থানীয় গুলমোহর ক্লাবে । প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিন সকালে অনুষ্ঠানের সূচনা করেন বাকোলা এরিয়ার জেনারেল ম্যানেজার এস,কে সাহু । উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরাম সংস্থার চেয়ারম্যান সুমিত বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা । অতিথিরা ছাড়াও অনেক সাধারন মানুষ এদিন একসাথে যোগাসন অনুষ্ঠানে অংশ নেন । এস,কে সাহু, সুমিত বন্দ্যোপাধ্যায়-রা জানান সকালে যোগাসনের পর বিকেল থেকে শুরু হবে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব । থাকছে যোগ বিষয়ক ক্যারাটে প্রদর্শনী, ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা, নাচ, নাটক সহ একাধিক অনুষ্ঠান ।