কৌশিক মুখার্জি নির্ভীক বাংলা সালানপুর:-
রামনবমী উপলক্ষে বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয় সালানপুর রামনবমী কমিটির সালানপুর খণ্ডের পক্ষ থেকে।কল্যানেশ্বরীর মন্দির প্রাঙ্গন থেকে শুরু করে মুক্তাইচন্ডী পর্যন্ত মোটর সাইকেল করে মিছিল বের হয়।যেই মিছিলে যুবকরা মোটর সাইকেলে করে অংশ নেন।এবং সারা রাস্তা জয় শ্রী রামের ধনী দিতে দেখা যায় তাদের তাছাড়া আবীর খেলতে দেখা যায় তাদের। এই প্রসঙ্গে সালানপুর রামনবমী কমিটির সাধারণ সম্পাদক মনীশ ঝাঁ জানান করোনার জেরে দুই বছর এই মিছিল বন্ধ ছিল।তাই এই বছর একটু অন্য রকম ভাবে মিছিল করা হল।