সার্থক কুমার দে, অন্ডাল : পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রবিবার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে খনি অঞ্চলে পালিত হল মাদক বিরোধী দিবস ।
২৬-শে জুন বিশ্বজুড়ে পালন করা হয় মাদক বিরোধী দিবস । মাদক সেবন থেকে মানুষকে সাবধান করতে ও সচেতনতা গড়ে তুলতে এই প্রচেষ্টা । রবিবার আসানসোল দুর্গাপুর-পুলিশ কমিশনারেট এর অন্ডাল থানা, উখড়া পুলিশ আউটপোস্ট ও সহজপাঠ সংস্থার যৌথ উদ্যোগে দিনটি পালন করা হলো বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে । ছিল মাদকবিরোধী রেলি, পথ নাটিকা, সেমিনার । উখড়া পঞ্চায়েত অফিস থেকে রেলি-টির সূচনা হয় । শেষ হয় উখড়া স্কুল মোড়ে । রেলিতে মাদকবিরোধী প্ল্যাকার্ড হাতে খুদে পড়ুয়াদের সাথে পা মেলান সি আই দুর্গাপুর (বি) পিন্টু সাহা, অন্ডাল থানার আধিকারিক সান্তনু অধিকারী, উখড়া পুলিশ আউটপোস্টের আইসি নাসরিন সুলতানা সহ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । রেলি শেষে স্কুল মোড়ে “বিষ” নামক একটি পথনাটিকা হয় । নাটকটি করে থিয়েটার নবোদয় সংস্থার সদস্যরা । শেষে সহজপাঠ সংস্থার খুদে পড়ুয়াদের ক্লাসে শিক্ষকের ভূমিকায় দেখা যায় অন্ডাল থানার আধিকারিক সান্তনু অধিকারী কে । মাদক সেবন থেকে কেন দূরে থাকার প্রয়োজন সেই বিষয়ে ক্লাসে পড়ুয়াদের সচেতন করেন তিনি । অন্যদিকে পাণ্ডবেশ্বর ও লাউদোহা থানা এলাকাতেও পুলিশের পক্ষ থেকে ও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মাদক বিরোধী দিবস পালন করা হয় ।