কৌশিক মুখার্জি নির্ভীক বাংলা কুলটি:-
আসানসোল পৌরনিগমের 60 নম্বর ওয়ার্ডের কুলটির নিয়ামতপুর নিউরোড মোড়ে স্বচ্ছতা অভিযান রালি অনুষ্ঠিত হল।বৃহস্পতিবার এই রালি করা হয়েছে।এই রালিতে উপস্থিত ছিলেন আসানসোল পৌরনিগমের MMIC ইন্দ্রাণী মিশ্র।এদিনের রালি পুরো নিয়ামতপুর এলাকা পরিক্রমা করেছে।আসানসোল পৌরনিগমের MMIC ইন্দ্রাণী মিশ্র বলেন এদিন স্বচ্ছতা অভিযান রালি করা হয়েছে।এই রালির মাধ্যমে পরিবেশ দুষণ রোধ ও প্লাস্টিক বর্জন বিষয়ে সকলকেই অবগত করা হয়েছে।