।
সংবাদদাতা, অন্ডাল : শনিবার অন্ডালের দীঘনালা এলাকার একটি বেসরকারি হলে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ও অন্ডাল থানার পরিচালনায় আয়োজিত হল রক্তদান শিবির । শিবিরে উপস্থিত ছিলেন ট্রাফিক গার্ড পুলিশের এসিপি (অন্ডাল ) তৌহিদ আনোয়ার, অন্ডাল থানার আধিকারিক শান্তনু অধিকারী উখড়া পুলিশ ফাঁড়ির আইসি নাসরিন সুলতানা সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা । এদিনের শিবিরে রক্ত দান করেন পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার্স সহ অন্যরা । শিবিরে সংগ্রহ হয়েছে ১০০ ইউনিট রক্ত । সংগৃহীত রক্ত আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে দেওয়া হবে বলে জানান অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী । রক্তদাতাদের উপহার দেওয়া হয় একটি করে গাছের চারা ।