ভিডিও

বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে বিপত্তি,রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

:-

নির্ভীক বাংলা সালানপুর:-

সালানপুর থানার রূপনারায়ানপুর ফাঁড়ির অন্তর্গত জিতপুর পঞ্চায়েতের কুসুমকানালি মোড়ে রাস্তার পাশে বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে বড় সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল পথচারীরা। ঘটনাটি ঘটে শনিবার রাত্রি দশটার নাগাদ।জানা যায় রাত্রি দশটা একটি ট্রাক ওভার লোড গোরান্ডি থেকে রূপনারায়ণপুর যাবার সময় কুসুমকানালী মোড়ে ইলেকট্রিক পোলার তার ছিঁড়ে দেয়।যায় ফলে তার ছিঁড়ে রাস্তায় পড়ে যায়।তার সঙ্গে একটি বিদ্যুতের খুঁটিও ভেঙ্গে পড়ে।তবে রাত্রি থাকার কারনে রাস্তায় সেইরকম কোন যাত্রী ছিল না ফলে কোন দুর্ঘটনা ঘটেনি।তবে এলাকায় কারেন্ট চলে যায় ।
রবিবার সকাল হয়ে গেলেও বিদ্যুৎ বিভাগের কোন আধিকারিক না আসার ফলে স্থানীয়রা বিক্ষোভ ফেটে পড়ে।এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়।স্থানীয়দের অভিযোগ প্রায় দিনেই রাত্রের বেলায় এই রাস্তায় ওভার লোডেড যানবাহনের আসা যাওয়া হয়ে থাকে।যার ফলে কাল রাতে বিদ্যুৎ এর তার ছিঁড়ে যায় রাস্তার উপর।পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের লোক এসে দেখে গেলেও তারা কোনো উদ্যোগ না নেওয়ার ফলে বাস দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।কারণ রাস্তায় বিদ্যুৎ এর তার পড়ে রয়েছে।যেকোনো মুহূর্তে বড় বিপদ হতে পারে।তবে রাস্তা অবরোধের প্রায় ৩ঘণ্টা পর বিদুৎ দপ্তরের কর্মীদের দেখা পাওয়া যায়তারা ভেঙ্গে যাওয়া বিদ্যুৎ এর খুঁটিটি বদলে নতুন খুঁটি বসিয়ে রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তার ঠিক করেন।তারপর রাস্তা অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

TAGS

সম্পর্কিত খবর