ভিডিও

সালানপুর ব্লকে তিনটি পৃথক রাস্তার শিল্যানাস

নির্ভীক বাংলা, কৌশিক মুখার্জি,সালানপুর:-

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় মঙ্গলবার দিন সালানপুর ব্লকে তিনটি পৃথক রাস্তার শিল্যানাস করলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান।তাছাড়া বিশেষ রূপে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাশপতি মন্ডল, সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র এবং সমাজসেবী ভোলা সিং সহ আরো অনেকে।এদিন প্রথমে কুসুমকানালি থেকে হিন্দুস্তান কেবেলস ফুটবল ময়দান পর্যন্ত প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তাটির পশ্চিম বর্ধমান জেলা পরিষদের ফান্ড থেকে প্রায় ৪৭লক্ষ ৪২ হাজার টাকা ব্যয় করে রাস্তার কাজের শিল্যানাস করা হয়।দ্বিতীয় রাস্তাটি প্রায় সাড়ে চার কোটি টাকার ব্যয়ে রুলার রোড প্রজেক্ট আন্ডার আর আইডিএফের ফান্ড থেকে দেশবন্ধু পার্ক থেকে আপারকেশিয়া,লোয়ার কেশিয়া হয়ে জিৎপুর ব্রিজ পার করে সোজা এই রাস্তা চলে যাবে কল্ল্যা পঞ্চায়েতের শিয়াকুলবেড়িয়া পর্যন্ত প্রায় ৬.৪ কিলোমিটার পিচ রাস্তাটির শিল্যানাস করা হলো।এবং তৃতীয় রাস্তাটি পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের ফান্ড থেকে প্রায় ৯১লক্ষ টাকা ব্যয় করে ধাগুড়ি প্রাথমিক বিদ্যালয় থেকে কাশিডাঙ্গা শ্মশান পর্যন্ত প্রায় এক কিলোমিটার ঢালাই রাস্তার শিল্যানাস করা হয়। এদিন মোঃ আরমান জানান বিধায়ক বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় সালামপুর ব্লকে প্রচুর রাস্তার নির্মাণ করা হয়েছে।এবং আগামী দিনেও যেসব রাস্তা বাকি রয়েছে সেগুলি করা হবে।

TAGS

সম্পর্কিত খবর